ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মিডল্যান্ড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিডল্যান্ড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি দেশের একটি ৪র্থ প্রজন্মের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে গত ২০ জুন বাণিজ্যিক কার্যক্রমের ১২তম বছর সম্পন্ন করেছে। এই শুভক্ষণে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। ব্যাংকের ১২ বছরের সফল পথচলার জন্য ব্যবস্থাপনা পরিচালক সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সব ক্লায়েন্ট, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা ব্যাংকিং সেবা ও পণ্য উদ্ভাবনে সবসময় অগ্রগামী ছিলাম। আমাদের মূল্যবান গ্রাহকদের বহুমাত্রিক ব্যাংকিং চাহিদা পূরণের লক্ষ্যে আমরা নতুন নতুন পণ্য ও সেবা চালু করেছি।’ তিনি আরও বলেন, ‘প্রযুক্তি নির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক সবসময়ই অগ্রণী। আমাদের ডিজিটাল ব্যাংকিং সেবার অগ্রগতির ধারাবাহিকতায় বিভিন্ন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য এমন একটি ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করেছি, যা ঘরে বসেই গ্রাহকের ব্যক্তিগত ব্যাংকিং চাহিদা পূরণে সহায়ক। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত