
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। পরে মিছিলে অংশ নেওয়া চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল পৌনে ৮টায় এই মিছিল বের করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ।
নগরের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আবছার বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা হামজারবাগের সঙ্গীতা সিনেমা হল এলাকায় ঝটিকা মিছিল করেন। মিছিলের স্থায়িত্ব ছিল ৩০ থেকে ৪০ সেকেন্ড। এতে ১৫ থেকে ১৭ জন অংশ নিয়েছেন। স্থানীয় লোকজন পুলিশকে মিছিলের খবর দেন। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।