ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে গতকাল অভিযান চালিয়ে দুই হাজার ৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে মোট ৩৯৫টি গাড়ি ডাম্পিং ও ১৮৫টি গাড়ি রেকার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ২৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৪টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৯৪টি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত