
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আশা করছি, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার একটা ভালো নির্বাচন আয়োজন করতে পারবে। ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, সবই। আমরা মনে করছি যে, এটা একটা এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না গণভোটেও এবং আমরা মনে করছি খুবই রেকর্ড পরিমাণ টার্নআউট থাকবে। সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সিকিউরিটি অবশ্যই নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, একটা ভালো খবর হচ্ছে যে, আপনারা দেখেছেন যে ২৯ ডিসেম্বর ছিল নমিনেশন ফাইলিং এর লাস্ট ডেট। নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনও ধরনের, কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই। কোনও সংঘর্ষ, কোনও সহিংসতা দেখি নাই। নমিনেশন যে খুব কম পড়েছে তাও না। প্রতি কনস্টিটিয়েন্সি অনুযায়ী গড় আট জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। আর ৫০টার বেশি রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে ইলেকশনে।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, টার্নআউট আমরা আশা করছি খুব ভালো টার্নআউট হবে, উপস্থিতি বলা যায় না কিন্তু আমরা আশা করছি একটা স্বতঃস্ফূর্ত একটা প্রেজেন্স থাকবে। বড় একটা বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালট, বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট চালু হয়েছে কালকে পর্যন্ত ৭ লাখ বাংলাদেশি ডায়াসপোরা ভাই-বোন এখানে লিস্টেড হয়েছেন। তারা পোস্টাল ভোট দিবেন এবং কালকে যখন নেপালের ফরেন মিনিস্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন, উনি এই বিষয়টা জানতে চেয়েছেন— আমরা কীভাবে করছি। ওরা কিন্তু খুব নিবিড়ভাবে বাংলাদেশের এই পোস্টাল ব্যালটটা দেখছে।
কেননা নেপালেরও প্রচুর মানুষ বিদেশে থাকেন। তারা পুরো সারা বিশ্বে ছড়িয়ে আছেন। তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট এবং বাংলাদেশ চাচ্ছে এমন একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করতে, যাতে আশেপাশের অনেক দেশ এটাকে ফলো করতে পারেন।
হত্যার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীর ভিডিও প্রকাশ প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, এই পুরো বিষয়টা তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ দেখছে, আপনারা তাদের সঙ্গে কথা বলেন, ডিবি চিফের সঙ্গে কথা বলেন। আমরা উনাকে বলবও যে উনি যাতে এই বিষয়ে একটা আপনাদের আপডেট দেন।