শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে তাদের পাঠানো হয়। এদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী, চারজিন শিশু। তারা সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, গত দুই বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। ভারতীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ও ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় আটক করে। এরপর গত ২-৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটিতে নিয়ে আসে। পরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠায়।’ তিনি আরও বলেন, ‘১০ জনকে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’