
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসকর আলী (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দা ও কানু আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসকর আলী মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩-এর কাছাকাছি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার লাশ তারকাঁটার কাছে পড়ে থাকতে দেখেন। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা তদন্ত করছেন। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, নিহতের ঘটনা শুনেছি। তবে এটি দিনাজপুরের ৪২ বিজিবির আওতাধীন সীমান্ত। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে
ও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।