ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সা’দত কলেজকে বাস দিল পূবালী ব্যাংক

সা’দত কলেজকে বাস দিল পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজের ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি বাস প্রদান করেছে। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনিরুজ্জামান মিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক সংসদ সদস্য মোরশেদ আলী খান পন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত কুমার সাহা, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মো: রবিউল আলম, ব্যাংকের টাঙ্গাইল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বেল্লাল হোসেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: আবদুল্যাহ তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবহন কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: মোশারফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, কলেজের শিক্ষকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত