
এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়াকে কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে নেতৃত্বের ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘এক্সিলেন্স ইন কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। সম্প্রতি ¯’ানীয় এক হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে মো. আলী হোসেন প্রধানিয়ার হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই পুরস্কার ব্যাংকিং খাত তথা কর্পোরেট জগতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক মান নিশ্চিত করতে কার্যকর নেতৃত্ব প্রদানে মো. আলী হোসেন প্রধানিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি বহন করে। একইসঙ্গে এটি এনআরবিসি ব্যাংক পিএলসির কর্পোরেট সুশাসন শক্তিশালীকরণের মাধ্যমে গ্রাহকদের জন্য টেকসই এবং নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি