তারুণ্যের উৎসবে মেয়েদের বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্রতিযোগিতা। রানার্সআপ হয় স্বাগতিক মহিলা ক্রীড়া সংস্থা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী আনজুম আরা আকসির। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৩২ জন খেলোয়াড় অংশ নেন।