বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পাবনায় শহীদ জাহিদুল ইসলামের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ জাহিদ স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় পাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।