ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ’

আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ’

বিগত কয়েক বছর ধরেই দেশের নারী ফুটবলের প্রতীক হয়ে আছেন সাবিনা, সানজিদা, মারিয়া, কৃঞ্চা, তহুরা ও মৌসুমীসহ আরো কয়েকজন। তাদের শক্তিতে ভর করেই টানা দুইবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ তাদেরই দুবাই যাওয়ার কথা। কিন্তু তারা তো দলেই নেই। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ জন সিনিয়র ফুটবলার। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নতুন আরো তিনজন। তাই এদের বাদ দিয়েই নতুন দল গঠন করেছেন ব্রিটিশ কোচ। এই নতুন বাংলাদেশকে নিয়েই আজ তিনি রওয়ানা হচ্ছেন আরব আমিরাতে। উদ্দেশ্য স্বাগতিকদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলা। আগামী বুধবার ফিফা প্রীতি ম্যাচ এবং ২ মার্চ সাধারণ একটি প্রীতি ম্যাচ খেলবেন আফঈদা খন্দকাররা।

দুটি সাফ জেতা দলের অনেক ফুটবলারই নেই দলে। সেই অভাবটা অনুভব হওয়ারই কথা। কিন্তু রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সফরে সাবিনাদের অভাব অনুভব করবেন না বলেই জানান অধিনায়ক আফঈদা, ‘আমি অভাব অনুভব করছি না।’ তিনি যোগ করেন, ‘আমি অভাব অনুভব করছি না, কারণ আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সঙ্গে খেলেছি। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে একই সঙ্গে খেলেছি আমরা।

সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছে, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি।’ বলে চলেন এই অধিনায়ক, ‘আমাদের সবার একই রকম অভিজ্ঞতা হয়তো নেই, কম-বেশি থাকতে পারে। তারা (সিনিয়ররা) হয়তো অনেক বেশি ম্যাচ খেলেছে, আমরা হয়তো কম খেলেছি। কিন্তু তাদের মতই আমরা অনুশীলন করেছি।’ বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে আফঈদা। এই প্রথম তিনি জাতীয় দলের নেতৃত্ব দেবেন। নেতার মতোই দলকে আগলে রাখার ব্যাপারে আশাবাদী এই ডিফেন্ডার, ‘আমি অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্ব করেছি। ওই দলের বেশিরভাগ খেলোয়াড় এখানে রয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি, দলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য।

পেছন থেকে তাদের সমর্থন দিয়ে যাব। ইনশাআল্লাহ আমি সেই চেষ্টা করব।’ আফঈদার দলে আছেন সাফ জয়ী আটজন। বাকি ২৩ জনের মধ্যে ৯ জন একেবারেই নতুন। তবে অধিনায়ক দুবাই মিশন নিয়ে আত্মবিশ্বাসী, ‘আমাদের স্ট্রাইকার লাইন ভালো আছে। ডিফেন্স, মিডফিল্ডও ভালো। আমাদের পুরা দলটাই ভালো। ইনশাআল্লাহ আমরা ভালো রেজাল্ট করে দেশে ফিরব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত