ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়েই ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়েই ফাইনালে বাংলাদেশ

সাফের অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হওয়া গত আসরের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার তাদের দেখা হয়ে গেল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেই। হয়তো মনে মনে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা এঁটেছিল হিমালয়কন্যা খ্যাত দেশটির যুবারা। কিন্তু তাদের সে পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি লাল সবুজের যুবারা। শিরোপা ধরে রাখার মিশনে আরও একটি পরীক্ষায় উতরে গেল কোচ গোলার রব্বানীর শিষ্যরা। আর বাকি মাত্র একটি ধাপ। গতকাল শুক্রবার অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আগামীকাল রোববার একই স্টেডিয়ামে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচ ফাইনালে লড়বে নাজমুল হুদা বাহিনী।

এদিন ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুই দলই। তবে সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল নেপাল। সপ্তদশ মিনিটে বাম দিক থেকে আসা আক্রমণ রুখে বাংলাদেশের ত্রাতা গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। ২২তম মিনিটে নেপালের সাবিন কুমারের শট প্রতিহত হয় রক্ষণে। পরের মিনিটে প্রথম ভালো আক্রমণ শাণায় বাংলাদেশ। ফয়সালের থ্রু পাস ধরে রিফাতের বাম পায়ের শট কর্নারের বিনিময়ে ফেরান নেপাল গোলকিপার। ৩০তম মিনিটে নেপালের একটি প্রচেষ্টা পোস্টে বাধা পেলে বেঁচে যায় বাংলাদেশ। এর চার মিনিট পর বক্সের ওপর থেকে মুর্শেদের ফ্রি কিক বেরিয়ে যায় পোস্ট অল্প বাইরে দিয়ে। ৩৬তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা ফয়সালের কাছের পোস্টে নেওয়া শট ফিস্ট করে ফেরান নেপাল গোলকিপার ভাক্ত বাহাদুর। ৫৫তম মিনিটে কর্নারের পর বাংলাদেশের একটি আক্রমণ গোললাইন থেকে ফেরান নেপালের ডিফেন্ডার মদন পাউডেল। ৬০তম মিনিটে মাঝমাঠের একটু ওপর থেকে উড়ে আসা শট ফেরালেও গ্লাভসে জমাতে পারেননি মাহিন। তবে বল গ্লাভস গলে বেরিয়ে গেলেও সামনে থাকা সুজান দাঙ্গল নাগাল পাওয়ার আগেই দ্রুত ঝাঁপিয়ে আঙুলের টোকায় দুরে ঠেলে দেন তিনি।

নেপালের চাপ সমালে ৭৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সালের কর্নারে দূরের পোস্টে আশিকুর রহমান হেডে খুঁজে নেন জাল। সাত মিনিট পর অধিনায়ক ফয়সাল নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোল লেখা হতে পারত মানিকের নামের পাশেও। ডান দিক দিয়ে আক্রমণে উঠে ভালো জায়গায় থেকেও, আরও নিশ্চিত হতে শট না নিয়ে ফয়সালকে বল বাড়ান তিনি। ম্যাচে নেপাল উত্তেজনা ফেরায় ৮৬তম মিনিটে। বক্সের ভেতরে ফাঁকায় থাকা সুজান জোরাল শটে পরাস্ত করেন মাহিনকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফয়সাল পেতে পারতেন নিজের দ্বিতীয় গোল, কিন্তু বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের কড়া পাহারা ভেদ করতে পারেননি তিনি। ছয়টি দল নিয়ে আয়োজিত এবারের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালের টিকিট পায় তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত