ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আপন ভুবনে ফিরে উচ্ছ্বসিত সাকিব

আপন ভুবনে ফিরে উচ্ছ্বসিত সাকিব

মুখে সেই চেনা হাসি। প্রিয় কালো রঙের জ্যাকেট। মাথায় একই রঙের ক্যাপ। টি-শার্টটা ছাই রঙা। তার হাস্যোজ্জ্বল মুখটাই বলে দিচ্ছিল, প্রিয় ভুবনে ফেরার আনন্দ কতটা। মাসখানেক আগেও যে সফর ছিল অনিশ্চিত, সময়ের ব্যবধানে সেখানেই ফিরে আসা।

তাই তো মুখে চওড়া হাসি নিয়ে সাকিব আল হাসানকে বলতে শোনা গেল, ‘খুবই উচ্ছ্বসিত।’ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখন সাকিবের ঠিকানা লাহোর কালান্দার্স। স্থগিত হওয়া পিএসএলে বাকি ম্যাচগুলোতে অংশ নিতে সাকিব গেছেন পাকিস্তানে। সামনের ম্যাচটি লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে শাহিন আফ্রিদির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লাহোর দলে যোগ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে যোগ দেয়া সাকিব আজকের ম্যাচে ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন। লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’ সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে। তবে শুধু মিচেল নন, এই দলে পরিবর্তন এসেছে আরও। ভারত-পাকিস্তান সংঘাতে টুর্নামেন্ট বন্ধের পর আর দলে যোগ দিচ্ছেন না লাহোরের অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত