ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মৃত্যুবার্ষিকীতে ‘জিয়া স্মৃতি দাবা টুর্নামেন্ট’

মৃত্যুবার্ষিকীতে ‘জিয়া স্মৃতি দাবা টুর্নামেন্ট’

দেখতে দেখতে কেটে গেল একটি বছর। গত বছর এই দিনে (৫ জুলাই) জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন দেশের অন্যতম সেরা দাবাড়ু জিয়াউর রহমান। বাংলাদেশের দাবার ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম ৫০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার জিয়ার চলে যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে গতকাল শনিবার। দাবার বোর্ডে যিনি ছিলেন অপ্রতিরোধ্য, সেই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে স্মরণ করে এবার প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘জিয়া মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট’। ৫ জুলাই শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত চলবে এই ঐতিহাসিক আয়োজন, যা দেশের দাবা অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা। ভারত, রাশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ডসহ একাধিক দেশের আন্তর্জাতিক মানের দাবাড়ুদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট এরইমধ্যেই আন্তর্জাতিক গুরুত্ব পেয়েছে। খেলাটি হচ্ছে সুইস লিগ পদ্ধতিতে ৯ রাউন্ডে, যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এবং প্রয়াত জিয়ার সন্তান তাহসিন তাজওয়ার, যিনি নিজেও প্রতিশ্রুতিশীল দাবাড়ু।

এই টুর্নামেন্ট শুধু আরেকটি প্রতিযোগিতা নয়, বরং এটি বাংলাদেশের নিজস্ব একজন কিংবদন্তিকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে দাবা আয়োজনের শুরু। যেমনটি কিউবায় আয়োজন করা হয় বিশ্বখ্যাত হোসে রাউল ক্যাপাব্লাঙ্কাকে ঘিরে-বাংলাদেশ পাচ্ছে ঠিক তেমনই একটি আয়োজন। জিয়া ছিলেন দেশের অন্যতম সফল দাবাড়ু। ১৯৮৮ সালে মাত্র ১৪ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। জাতীয় দাবার সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন তিনিই। দাবা অলিম্পিয়াডে বহুবার দেশকে প্রতিনিধিত্ব করেছেন, খেলোয়াড়ের পাশাপাশি ছিলেন কোচও। জিয়াউর রহমানের একমাত্র সন্তান ২০ বছর বয়সী তাহসিন তাজওয়ার জিয়া বাবার স্বপ্নকে বুকে নিয়ে হেঁটে চলেছেন দাবার পথে। এই এক বছরে তিনি ফিদেমাস্টার থেকে আন্তর্জাতিকমাস্টার (আইএম) হয়েছেন। গত এপ্রিলে হাঙ্গেরিতে তাহসিন পূরণ করেন নর্মের প্রয়োজনীয় শর্ত। কিন্তু রেটিং ২৪০০ না হওয়ায় আনুষ্ঠানিক আইএম খেতাব পাননি এখনও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত