মেয়েদের সাফ ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন সাবিনা খাতুনরা। এবার সেই সুযোগ এসেছে বাংলাদেশের যুবাদের সামনে। সাফের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গত আসরের শিরোপা জয়ের পর সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে লাল সবুজের যুবারা। সব বাধা পেরিয়ে শিরোপা জয়ের শেষ ধাপে এখন লাল সবুজের যুবারা। আজ সেই পরীক্ষা, টুর্নামেন্টের ফাইনালে। নাজমুল হুদা বাহিনীর প্রতিপক্ষ শক্তিশালী ভারত। অরুনাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে শিরোপার দাবীদার বাংলাদেশ ও ভারত। সব বাধা পেরিয়ে এখন ফাইনালে এই দুই দল। তবে গ্রুপ পর্বে দুর্দান্ত পথচলা ছিল ভারতের। যেখানে কিছুটা অমসৃণ ছিল বাংলাদেশের। এ-গ্রুপে বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে আসে। এরপর সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শেষ ধাপে উঠে আসে। অনদিকে ভারত বি-গ্রুপে শ্রীলঙ্কাকে ৮-০ এবং নেপালকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। সেখানে তারা মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। স্বপ্ন জয়ের শেষ ধাপে এসে খালি হাতে দেশে ফিরতে চায় না বাংলাদেশ। তাই জয়ের প্রস্তুতি নিয়েই মাঠে নামবে লাল সবুজের ছেলেরা, এমন কথাই জানান কোচ গোলাম রব্বানী। ফাইনালের আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ছেলেরা প্রত্যেকটি ম্যাচেই ভালো খেলেছে।