ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাজিল ফুটবলে নতুন সূর্যোদয়!

ব্রাজিল ফুটবলে নতুন সূর্যোদয়!

চিকিৎসক প্রেসিডেন্ট ও কোচিং কিংবদন্তিতে নতুন অধ্যায় ব্রাজিলে দক্ষিণ আমেরিকার ফুটবলে যেন নতুন সূর্যোদয়! একদিকে ইউরোপীয় কোচিং ধারার প্রতিনিধি কার্লো আনচেলত্তি, অন্যদিকে চিকিৎসাবিদ্যা ও ব্যবসা জগৎ পেরিয়ে ফুটবলে আসা সামির দাউদ। ব্রাজিল ফুটবলের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে দায়িত্ব নিলেন এমন ভিন্নধর্মী দুই নেতা। যারা মাঠের বাইরে থেকেও খেলাটিকে পাল্টে দিতে পারেন ভিতর থেকে।

স্থানীয় সময় গত রোববার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এর নির্বাচনে চূড়ান্ত জয় নিশ্চিত করেন সামির দাউদ। ১৪৩ ভোটের মধ্যে ১০১ ভোটে জয়লাভ, ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলোর সরাসরি সমর্থন; সব মিলিয়ে তার জয় ছিল অপেক্ষাকৃত সহজ ও একচেটিয়া। চিকিৎসক থেকে ব্যবসায়ী, আর সেখান থেকে ক্রীড়া সংগঠক; তার এই যাত্রা যেন অনেকটাই অপ্রচলিত কিন্তু বিস্ময়কর। এরই মধ্যে গতকাল সোমবার রাতে রিও ডি জেনেইরোতে অবতরণ করেন ডন ‘কার্লো আনচেলত্তি। সঙ্গে ছিলেন সিবিএফের পরিচালক রদ্রিগো কায়তানো। রিয়াল মাদ্রিদে সময় শেষ করে এবার তার নতুন চ্যালেঞ্জ, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচিং করানো। সামির দাউদ আনুষ্ঠানিকভাবে আনচেলত্তিকে স্বাগত জানিয়ে জানান, ‘এটি আমাদের জন্য একটি নতুন যুগের শুরু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত