ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করল পাঞ্জাব

প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করল পাঞ্জাব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লিগ পর্বে নিজেদের ১৪তম ও শেষ ম্যাচে মুম্বাইকে ৭ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস। এই হারে কোয়ালিফাইয়ারে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় এবার এলিমিনেটর ম্যাচ খেলতে হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে। লিগ পর্ব শেষে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করা পাঞ্জাব। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে মুম্বাই। জয়পুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে মুম্বাই। ৬টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করেন সূর্য।

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে আইপিএলের এক আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন সূর্যকুমার। ২০১০ সালে ১৫ ইনিংসে ৬১৮ রান করেছিলেন টেন্ডুলকার। চলতি আসরে ১৪ ইনিংসে এখন পর্যন্ত ৬৪০ রান করেছেন সূর্য। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের দুই আসরে দু’বার ৬০০ রানের নজির গড়েছেন সূর্যকুমার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত