পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পেশিতে চোট পাওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে বিসিবি। কাল নিজের প্রথম ওভারে বোলিং করতে এসেই চোটে পড়েন শরীফুল। এরপর আর মাঠে নামনেনি। ব্যাটিংও করতে পারেননি। শরীফুলের ওভারটি শেষ করতে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন শামীম হোসেন। কাল শরীফুলের চোটের ধরন দেখেই বোঝা যাচ্ছিল এই ম্যাচে আর খেলতে পারবেন না। ছিটকে যেতে পারেন সিরিজ থেকেও। পরে এমআরআই ও অন্যান্য পরীক্ষাতে মাংসপেশিতে গ্রেড ১ চোট ধরা পড়ে। তাই আজ সিরিজের শেষ ম্যাচে শরীফুল খেলতে পারবেন না। জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, ‘লাহোরে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করার সময় শরিফুল চোট পান।