ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বাধার মুখে পড়তে পারে ইরান

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বাধার মুখে পড়তে  পারে ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে মূলপর্বের অধিকাংশ ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রেই। আর সেখানেই বড় বাধার মুখে পড়েছে এরইমধ্যেই বিশ্বকাপে কোয়ালিফাই করা দল ইরান। মার্কিন সরকারের কড়া ভিসা নিষেধাজ্ঞা, যুদ্ধাবস্থা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইরানের বিশ্বকাপ খেলা শঙ্কার মুখে পড়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও পড়ছে প্রভাব। ইউক্রেনে হামলার পর যেভাবে রাশিয়াকে নিষিদ্ধ করেছিল ফিফা ও উয়েফা, তেমনি ৯০ দশকে বলকান সংঘাতে নিষিদ্ধ হয়েছিল যুগোস্লাভিয়াও। সেই দৃষ্টান্ত সামনে রেখে ইরানকেও নিষিদ্ধ করা হতে পারে কি না। এ নিয়ে দানা বাঁধছে শঙ্কা। চলতি বছরের মার্চে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইরান। তবে রাজনৈতিক ও নিরাপত্তা জটিলতার কারণে সেই টিকিটের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। বিশ্বকাপের বর্তমান সূচি অনুযায়ী, যদি ইরান ‘গ্রুপ এ’ তে থাকে, তাহলে তাদের সবম্যাচ মেক্সিকোতে আয়োজন করা সম্ভব। তবে গ্রুপ পর্ব পেরুলেই ম্যাচ খেলতে হবে যুক্তরাষ্ট্রে, যা আয়োজকদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। তবে পরিস্থিতির আরও অবনতি হলে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে বাড়ছে উদ্বেগ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, যার মধ্যে ইরানও রয়েছে। যদিও ধারণা করা হচ্ছে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বিশেষ ছাড় দেওয়া হতে পারে। এদিকে যুদ্ধের মাঝেই ইরানি তারকা মেহদি তারেমি নিজ দেশেই আটকা পড়েছেন। ইন্টার মিলান তাকে ক্লাব বিশ্বকাপ দলে রাখলেও, তেহরান ছাড়তে না পারায় যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত তার উদ্ধারে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত