
বাবা বিশ্ব বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এখনও মাঠ মাতাচ্ছে পর্তুগাল জাতীয় দলের হয়ে। এবার এ মহাতারকার বড় ছেলে রোনালদোর জুনিয়ার প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন। বর্তমানে পর্তুগিজ তারকা সৌদি ক্লাব আল নাসরে খেলছেন। তার ১৫ বছর বয়সী ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে ২২ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। পর্তুগালের বয়সভিত্তিক দলটি তুরস্কে ফেডারেশন্স কাপ টুর্নামেন্টে খেলবে। এ যুব টুর্নামেন্টে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল। টুর্নামেন্ট চলবে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। রোনালদো জুনিয়র এর আগে গত মে মাসে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক করেছিলেন। এবার অনূর্ধ্ব-১৬ দলে ডাক পাওয়ায় সেটা তাকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে।