
৯ দিন পিছিয়ে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। ৩০ ডিসেম্বর থেকে শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হবার কথা ছিল। কিন্তু খেলোয়াড়দের অনুশীলন ভেন্যুর সীমাবদ্ধতার কথা চিন্তা করে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। একই ভেন্যুতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবার টুর্নামেন্ট শুরু হবে অনূর্ধ্ব-৯, ১১, ১৩, ১৫ এবং ১৭ বালক এবং বালিকাদের সিঙ্গেলস র্যাঙ্কিং টুর্নামেন্টের মাধ্যমে। প্রতিযোগিতার প্রথম দুই দিন অর্থাৎ ৯ এবং ১০ জানুয়ারি বালক-বালিকাদের সিঙ্গেলস র্যাঙ্কিং অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-১৯ এর নিচে বাংলাদেশের জাতীয় কোনো র্যাঙ্কিং নেই। ১১-১৮ জানুয়ারি পর্যন্ত ৮ দিন অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা এবং সিনিয়র পুরুষ-মহিলাদের সর্বমোট ১৪টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে ৭টি ইভেন্ট এবং জুনিয়র (অনূর্ধ্ব ১৯) ক্যাটাগরিতে ৭টি ইভেন্ট রয়েছে। ইভেন্টগুলো হলো : পুরুষ দলগত, পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা দলগত, মহিলা একক, মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত।
জুনিয়র (অনূধ্ব-১৯) ক্যাটাগরিতে বালক ও বালিকা বিভাগের মধ্যে বালক একক, বালক দ্বৈত, বালক দলগত, বালিকা একক, বালিকা দ্বৈত, বালিকা দলগত এবং মিশ্র দ্বৈত ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় বালক বিভাগের শীর্ষ ৮ জন খেলোয়াড় সিনিয়র ক্যাটাগরিতে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। বালিকাদের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই অর্থাৎ যেকোনো বয়সী বালিকারা সিনিয়র ক্যাটেগরিতে খেলার সুযোগ পাবে।
যে সব সংস্থা বা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তারা হলো : জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়, সার্ভিসেস দল সমূহ- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ জেল পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি, বিটিএমসি, পল্লী বিদ্যুৎ, কাস্টমসসহ সরকারি প্রতিষ্ঠানসমূহ।
প্রতিযোগিতায় এন্ট্রি পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর। টুর্নামেন্টে একক এন্ট্রি ফি ২০০ টাকা, যেকোনো দ্বৈত ইভেন্টে এন্ট্রি ফি ৩০০ টাকা, দলগত এন্ট্রি ফ্রি ৭০০ টাকা এবং এফিলিয়েশন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।