
বিসিবি নির্বাচন নিয়ে টানাপোড়েনের বলি হওয়া প্রথম বিভাগ লিগের অনেক ক্রিকেটারের অপেক্ষা শেষ হতে চলেছে। বিসিবি আয়োজন করতে যাচ্ছে বিশেষ একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেটির নাম দেওয়া হয়েছে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬।’ গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ফ্র্যাঞ্চাইজি ও ক্লাবের লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। এই ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ তৈরি করে দিয়ে ঘরোয়া ক্রিকেটের প্রবাহ শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বোর্ড।
গত অক্টোবরের বিসিবি নির্বাচন ও আমিনুল ইসলাম বুলবুলে নেতৃত্বে বর্তমান বোর্ডকে অবৈধ ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছে বিভিন্ন লিগের ৪৫টি ক্লাব। এর মধ্যে প্রথম বিভাগ লিগের ক্লাব আছে আটটি। প্রথম বিভাগ লিগ এখন চলছে, কিন্তু ওই ক্লাবগুলোর ক্রিকেটাররা বসে আছেন অসহায় হয়ে।