
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১১টি ক্লাব নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ নারী ফুটবল লিগ। প্রচন্ড শীত আর কুয়াশার মধ্যে ফ্ল্যাডলাইট জ্বালিয়ে হয়েছে উদ্বোধনী খেলা। একদিকে ছিল জাতীয় দলের সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাগরিকা, কোহাতি কিসকুদের মতো সাফজয়ী চেনামুখ নিয়ে গড়া পুলিশ এফসি।
আরেকদিকে বয়সভিত্তিক দলের ৯ জনকে নিয়ে গড়া সেনাবাহিনী। শুরুতে ম্যাচে কোনো উত্তাপ না থাকলেও প্রথমার্ধের শেষ দিকে প্রায় ৩৫ গজ দূর থেকে উচিয়ে শট নিলেন তন্নিমা বিশ্বাস। বল হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা পুলিশের গোলকিপার তাসলিমার গ্লাভস জোড়াকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে বল। অবিশ্বাস্য, অকল্পনীয় ও দৃষ্টিনন্দন এক গোলের উচ্ছ্বাসে সতীর্থেদের সাথে বাঁধনাহারা উদযাপনে মাতলেন তন্নিমা। দ্বিতীয়ার্ধে আবারও তিনি পেলেন জালের দেখা।
গতকাল সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসিকে ২-০ ব্যবধানে হারায় সেনাবাহিনী। অচলাবস্থার অবসান ঘটিয়ে এক মৌসুম পর মাঠে ফিরল মেয়েদের লিগ। পুলিশ এএফসি, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিকেএসপি এবং রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব-নতুন এই চার দলসহ মোট ১১ দল নিয়ে হচ্ছে এবারের লিগ। চ্যাম্পিয়ন দল পাবে ৪ লাখ টাকা পুরস্কার। ফ্লাডলাইটের আলোয় হলো উদ্বোধনী ম্যাচটি। জবুথবু অবস্থায় গ্যালারিতে মেয়েদের খেলা উপভোগ করলেন প্রায় ৫০০ দর্শক। সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাগরিকা, কোহাতি কিসকুদের মতো সাফজয়ী চেনামুখ নিয়ে গড়া পুলিশ এফসি এবং বয়সভিত্তিক দলের ৯ জনকে নিয়ে গড়া সেনাবাহিনীর লড়াইয়ে শুরুর দিকে অবশ্য ছিল না উত্তাপ।
দ্বাদশ মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠে পুলিশ এফসি। বক্সে বল পেয়েও যান সাগরিকা, কিন্তু দূরূহ কোণ থেকে এই ফরোয়ার্ডের নেওয়া শট বলের লাইনে থাকা মিলি আক্তার সহজেই আটকান। এরপর তেমন কোনো আক্রমণই শাণাতে পারেনি কোনো দল। ৪০তম মিনিটে হঠাৎই ম্যাচে প্রাণ ফেরে তনিমার ওই অভাবনীয় গোলে। দ্বিতীয়ার্ধে পুলিশ মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধে। কিন্তু রক্ষণদূর্গ জমাট রেখে খেলতে থাকে সেনাবাহিনী।
৫৬তম মিনিটে সাবিনা খাতুন রুবির চিপ শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালের দিকে যাচ্ছিল, দারুণ ক্ষিপ্রতায় ক্লিয়ার করেন সেনাবাহিনীর ডিফেন্ডার রুমা আক্তার। ৭০তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ হয়। সুলতানার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দূরূহ কোণ থেকেই শট নেন তনিমা। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউ’ স্টাইলে উদযাপন সারেন এই মিডফিল্ডার।