
এমনিতেই খো খো দেশের প্রান্তিক খেলা। ফেডারেশনও ছোট। ক্রীড়াবিদদের আগ্রহ কম। তারপরও খো খো ক্লাব লিগ আয়োজনে পাঁচ হাজার টাকা নিবন্ধন ফি নিচ্ছে ফেডারেশন। যা নিয়ে অসন্তোষ বিরাজ করছে খো খো অঙ্গনে। অভিযোগে জানা গেছে, অ্যাডহক কমিটি নিজেদের কাউন্সিলর করতে নতুন নতুন ক্লাব তৈরি করে পাঁচ হাজার টাক নিবন্ধন ফি নির্ধারন করেছে। যাতে পুরোনো ক্লাবগুলো ঝড়ে যায়। নিজেদের ক্লাবের মাধ্যমে তারা কাউন্সিলর হতে পারে। মুক্তধারা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘দুই বছর আগে ক্লাব লিগ হয়েছিল। তখন তিন হাজার টাকা করে নিবন্ধন ফি ধরা হয়েছিল। পরে অবশ্য আপত্তির মুখে সেই ফিও মওকুফ করা হয়েছিল। কিন্তু এবার অ্যাডহক কমিটি পাঁচ হাজার টাকা নিবন্ধন ফি ধার্য করেছে। যা খুবই বেশি।’ দ্রুব স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হ্যাপী শেখ অভিযোগ করে বলেন, ‘একটি ক্লাব লিগের অন্তত তিন মাস আগে ক্লাবগুলোকে জানাতে হয়। কিন্তু ১৬ ডিসেম্বর সিদ্ধান্ত নিয়ে ২৫ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন ধার্য করা হয়েছে। আমি জেনেছি ১৯ ডিসেম্বর। তড়িঘড়ি করে নাম নিবন্ধন করেছি কেবল কাউন্সিলর রক্ষা করার জন্য। আর নতুন অ্যাডহক কমিটি এসে নতুন নতুন ক্লাব তৈরি করে ক্লাব লিগ খেলছে শুধু কাউন্সিলরের জন্য।’ এ বিষয়ে খো খো ফেডালেশনের সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক সজীব বলেন, ‘নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে ১৪-১৬ জানুয়ারি পলটন ময়দানে খো খো ক্লাব লিগ হবে। আগের ২৪টি ক্লাব এবং নতুন আরও ১৬টি ক্লাব নিবন্ধন করেছে। নতুন ক্লাব না আসলে লিগের পরিধি বাড়বে কি করে।