ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক ও আরোহী নিহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সম্পর্কে তারা দুইজন চাচাতো ভাই ছিল।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক অনিক মন্ডল। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবুর রহমানের ছেলে। আরেকজন মোটরসাইকেল আরোহী স্থানীয় গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল।

নিহত অনিকের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান স্থানীয়দের বরাত দিয়ে জানান, শৈলাট বাজার থেকে মোটরসাইকেলযোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টসের সামনে পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হন। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ রাত সাড়ে ১০টার দিকে এবং অনিক রাত ১১টার দিকে মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত