ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আশুলিয়া থানায় নতুন ওসির যোগদান

আশুলিয়া থানায় নতুন ওসির যোগদান

আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদিলেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু।

সোমবার (৩রা মার্চ) দুপুর ২টার দিকে তিনি আশুলিয়া থানায় যোগদান করেন। এ সময় থানার অন্যান্য অফিসাররা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী মাত্র দেড় মাসের মাথায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকীকে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হলে আশুলিয়া থানার ওসির পদটি শুন্য হয়।

মনিরুল হক ডাবলু ১৯৭৮ সালে রাজবাড়ীর জেলার গোয়ালন্দ থানার বাহাদুরপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক।মনিরুল হক ডাবলু ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদেন ।

গেলো বছর সাভার-আশুলিয়া ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হিসেব মোঃ মনিরুল হক ডাবলু আশুলিয়ায় কর্মরত ছিলেন।

ওসি,যোগদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত