ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সাভারে গুলি করে যুবককে হত্যা

সাভারে গুলি করে যুবককে হত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সাভারের এক পরিবহন রং মিস্ত্রীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ব্যাংক কলোনী এলাকায় একটি গ্যারেজে রং এর কাজ করতেন। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ব্যাংক কলোনি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহতের নাম শাহীন (২৬)। তিনি সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। রেডিওকলোনী এলাকায় ভাড়া থেকে স্থানীয় বরুনের গাড়ির গ্যারেজে রং মিস্ত্রী হিসাবে কাজ করতেন তিনি। এই দিকে শাহিনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি গ্যারেজ মালিক বরুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি ব্যাংক কলোনির ওই শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুদূর গেলেই সাদা শার্ট পরিহিত ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।

সাভার,গুলি,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত