ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পেকুয়া ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

পেকুয়া ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

কক্সবাজারের পেকুয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এ শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাঈনুল হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

এর আগে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ার বেগমের সভাপতিত্বে ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে

প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী (উপজেলা নির্বাহী অফিসার) বিশেষ অতিথি মো ডাঃ আসাদুজ্জামান (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা)মোঃ ইহা (কৃষি কর্মকর্তা)সিরাজুল মোস্তাফা (অফিসার ইনচার্জ) ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ সেবা গ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ মেলা সাফল্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেয়া হয়।

ভূমি,মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত