ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবাদপত্রের মাধ্যমে আমরা সমাজের ভাল-মন্দ নানা ঘটনা, লোক-চক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়া এখন সংবাদপত্রের স্থান দখল করছে। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা ছোট ছোট নানা ঘটনা জাতিকে একত্রিত করছে। বিভিন্ন সময়ে আমরা এর প্রমাণ পেয়েছি।

তিনি বলেন, পাঠক এখন বড় বড় সংবাদ পড়তে চায় না। এজন্য যথাসম্ভব ছোট সংবাদের আকর্ষণ বাড়ছে। বাংলাদেশের অনেক সংবাদপত্র সেদিকে নজর দিচ্ছে। সংক্ষিপ্ত আকারে তারা মূল বিষয়টিকে তুলে ধরছে।

তিনি সাংবাদিকদের তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি অপসাংবাদিকতার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উপ অধিনায়ক-২১ বীর এর মেজর মো. আশিকুর রহমান আশিক, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুল চাকমা, হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের অফিসার লেফটেন্যান্ট মানজুরুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুকসহ হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয়, জাতীয় পত্রিকার সাংবাদিকগণ।

হাজীগঞ্জ প্রেসক্লাব,জেলা প্রশাসক,মতবিনিময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত