ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা; পিতা বাদী, স্ত্রী-বড় ছেলে আসামি

মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা; পিতা বাদী, স্ত্রী-বড় ছেলে আসামি

গাজীপুরের কাপাসিয়ায় মাদকের করাল থাবা ফের প্রাণ কেড়ে নিল। উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে মাদকাসক্ত ছেলে মো. নূরুল আমীনের (১৯) মৃত্যুর ঘটনায় তার বাবা মো. শাহজাহান বাদী হয়ে স্ত্রী হেলেনা বেগম (৫০) ও বড় ছেলে বনি আমীনের (২৪) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

শনিবার দুপুরে কাপাসিয়া থানা পুলিশ নিহতের মা হেলেনা বেগমকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠিয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান একটি হতদরিদ্র পরিবারে বসবাস করেন। স্ত্রীসহ দু’জনেই আশপাশের গ্রামে মাটি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন। বহু কষ্টে বড় ছেলে বনি আমীনকে সৌদি আরবে পাঠান। দুই মাস আগে সে দেশে ফিরেছে। অপর ছেলে নূরুল আমীন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

চাচাতো ভাই আতিকুল ইসলাম জানান, নূরুল আমীনের বিরুদ্ধে নেশার টাকার জন্য এলাকার লোকজনের জিনিস চুরির অভিযোগ ছিল। গ্রামবাসীর একাধিক সালিশেও তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে ঘরে আটকে রাখে, পুলিশে দেওয়ার জন্য। সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা শাহজাহান জানান, ছেলেকে সুস্থ করতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে দুই দফা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করান, খরচের টাকা বড় ছেলের পাঠানো অর্থ থেকেই এসেছে। কিন্তু নিরাময় কেন্দ্র থেকে ফিরে আবারও মাদকসেবন শুরু করে সে। শুক্রবার সকালে সে বাবার কাছে মাদকের জন্য টাকা চায়, না পেয়ে ভাঙচুর শুরু করলে শাহজাহান বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সে মায়ের কাছেও টাকা দাবি করে। একপর্যায়ে বড় ভাই এসে তাকে পিটুনি দিয়ে ঘরে আটকে রাখে। দুপুরের দিকে ঘরে গিয়ে নূরুল আমীনের মৃতদেহ দেখতে পান তিনি।

বারিষাব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল হোসেন বলেন, ‘ছেলের অত্যাচারে শুধু তার পরিবার নয়, পুরো এলাকাবাসী অতিষ্ঠ ছিল। আগেও তাকে দুইবার পুলিশে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো স্থায়ী সমাধান আসেনি। শেষ পর্যন্ত এমন করুণ পরিণতি হলো।’

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘প্রাথমিক তদন্তে নিহতের মা ও বড় ভাইয়ের বিরুদ্ধে হত্যার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। নিহতের পিতা বাদী হয়ে মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, অন্য আসামিকে ধরতে অভিযান চলছে।’

মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা,পিতা বাদী,স্ত্রী-বড় ছেলে আসামি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত