
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে রংপুরে ভিডিপি দিবসটির কর্মসূচির সূচনা হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে। পরে বেলুন ও কবুতর উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।
রংপুর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”-এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) প্রতিষ্ঠিত হয়।
ভিডিপি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশ ও জাতির যে কোনো ক্লান্তিলগ্নে সমস্যার মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের আরও তৎপর থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, একটি ঐতিহাসিক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ নানামুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে তারা কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষিত সদস্যরা সবসময় প্রস্তুত থাকে এবং দুর্যোগ মোকাবেলায় সর্বপ্রথম মাঠে নামতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুর আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম ভিডিপি দিবসে স্বাগত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. ফারুক হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা, জেলার ভাতাভোগী আনসার ভিডিপির সদস্য/সদস্যা ও ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবীর সদস্য, মনিটরিং মাঠকর্মী ও মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।