
পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সারাদিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি–এর নেতৃত্বে ঈশ্বরদী বাজার ও নতুনহাটমোড় বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে ঈশ্বরদী বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮টি ও নতুনহাট মোড়ে ১টি-সহ মোট ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে— মেসার্স শাহেদ স্টোরকে ৪৩ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স কুন্ডু স্টোরকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স আলম স্টোরকে ৪৪ ও ৪৫ ধারায় ৩০ হাজার টাকা, সোহান স্টোরকে ৪৫ ধারায় ২ হাজার টাকা, ইমদাদুল স্টোরকে ৪৫ ধারায় ৩ হাজার টাকা, ঈশ্বরদী মিষ্টি মেলাকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স কুন্ড স্টোরকে ৪০ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স নৃপেন্দ্র নাথ কুন্ডু অ্যান্ড সন্সকে ৪০ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া নতুনহাটমোড় বাজারে অবস্থিত জিনসিমকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে ঈশ্বরদীর ২টি বাজারে ৯টি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।