ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সীমান্তবর্তী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সীমান্তবর্তী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পক্ষ থেকে জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্ত এলাকায় শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের উপস্থিতিতে গুইবিল এলাকার মন্দির মাঠ নামক স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার কর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে দেশ অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠনে সহায়ক হতে পারে।

সীমান্ত,শীতার্ত,শীতবস্ত্র বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত