ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমরণ অনশনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের

আমরণ অনশনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের

বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সরকারের প্রতি নতুন করে সময়সীমা বেঁধে দিয়ে শাহবাগ ব্লকেড কর্মসূচি ও আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘রোড টু সচিবালয়’ কর্মসূচিতে শিক্ষকদের আটকে দেওয়ার পর হাইকোর্টের সামনে এক প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেন।

গণমাধ্যম ও শিক্ষকদের অবস্থান কর্মসূচিকালে তিনি বলেন, আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করব, আগামীকাল ১১ টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন আমরা শাহবাগ অবস্থান নিব। তারপরও যদি দাবি না মানে আমরা যমুনায় যাব। এরপরও যদি না মানে তাহলে আমরা আমরণ অনশনে যাব।

অধ্যক্ষ আজিজী আরও জোর দিয়ে বলেন, আমাদের আর পিছু হটার সুযোগ নেই। কারণ, আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই।

তিনি হুঁশিয়ারি দেন, যতক্ষণ দাবি না মানা হবে, ততক্ষণ তারা সচিবালয় ঘেরাও করে রাখবেন।

আন্দোলনকারীদের তিনটি দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া। শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

আবা/এসআর/২৫

অনশন,হুঁশিয়ারি,এমপিওভুক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত