ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপ করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পার্লামেন্ট কংগ্রেস এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও জাতিগত সংঘাতে বিপর্যস্ত দেশটিতে দেশি ও বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

২০০০ সালের জুলাই মাসে সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল আসাদ সিরিয়ার ক্ষমতায় আসেন। তার শাসনামলে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে জ্বালানি তেল বিক্রি ও বিদেশি বিনিয়োগে কড়াকড়িও অন্তর্ভুক্ত ছিল।

সিরিয়ায় সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সৌদি আরব ও তুরস্কের অনুরোধের প্রেক্ষিতে এসব নিষেধাজ্ঞার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সিরিয়ার প্রেসিডেন্ট শারা নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গতকাল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের একটি বিল উত্থাপন করা হয়। ভোটাভুটিতে বিলটির পক্ষে ৭৭ জন এবং বিপক্ষে ২০ জন সিনেটর ভোট দেন। এর আগে বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অনুমোদিত হয় এবং পরে প্রেসিডেন্ট ট্রাম্প এতে স্বাক্ষর করেন।

ভোটের পর সিনেটের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য জিয়ান্নে শাহীন এএফপিকে জানান, দীর্ঘ কয়েক দশক ধরে সিরিয়ার সাধারণ মানুষ যে ভয়াবহ দুর্ভোগের মধ্যে ছিলেন, এই সিদ্ধান্ত তাদের জন্য দেশ পুনর্গঠনের একটি বাস্তব সুযোগ সৃষ্টি করবে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে সন্তোষ প্রকাশ করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সিনেট যে সিদ্ধান্ত নিয়েছে, তা তারা স্বাগত জানাচ্ছেন।

সিরিয়া,যুক্তরাষ্ট্র,নিষেধাজ্ঞা,প্রত্যাহার,অর্থনৈতিক,মার্কিন পার্লামেন্ট,প্রেসিডেন্ট,ডোনাল্ড ট্রাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত