সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে লিখিত অংশ শুরু হবে, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
এ বছর মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে:
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে প্রায় ১০ লাখ ৫৫ হাজার পরীক্ষার্থী,
আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি,
এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী প্রায় ১ লাখ ৯ হাজার।
মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদ রাখতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। বিশেষ করে প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধে কঠোর মনিটরিং থাকবে এবং দেশজুড়ে সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে-এই মর্মে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোবাইল কোর্ট এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।