ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মেরুদণ্ড আছে বলেই দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশন: সচিব

মেরুদণ্ড আছে বলেই দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশন: সচিব

নির্বাচন কমিশনের (ইসি) মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গতকাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে ইসির মেরুদণ্ড নেই, নির্বাচন কমিশনের কি বাস্তবে মেরুদণ্ড আছে– এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কীভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে?

আস্থার ঘাটতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আস্থার বিষয়টি হচ্ছে আমি কতটুকুতে খুশি হব এটি নিজের ব্যাপার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনাদের মাধ্যমে তো আমরা সবকিছু জানাচ্ছি। যতটুকু সম্ভব সব তথ্যই আপনাদেরকে আমরা দেই। আপনাদের প্রশ্ন এবং পূরক প্রশ্নেরও জবাব দেই।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষণ টিম দেশে আসবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৩ জন বিদেশি ও ৪ জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি। প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনী প্রস্তুতি কী আছে তা দেখার জন্য আসবেন।

নিবন্ধন পাওয়ার জন্য ১৪৫টি আবেদন জমা পড়েছে—জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, সবাইকে পূর্ণ তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে। ৮০টি দল উত্তর দিয়েছে, কেউ সময় বৃদ্ধির আবেদন করেছে আবার ৫৯টি দল কোনো উত্তর দেয়নি।

নির্বাচন কমিশন,মেরুদণ্ড,সচিব,আখতার আহমেদ,এনসিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত