ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি

অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করে আটক, নির্যাতন ও অপহরণের শিকার হওয়া ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্প‌তিবার (১৮ সেপ্টেম্বর) সকালে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের ইউজেড২২২ ফ্লাইটে করে তারা দেশে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করে সরকারের এক কর্মকর্তা জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়া থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ১৭৬ জনের মধ্যে ১৭২ জন লিবিয়া রাজধানী ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। চারজন আইওএম’র আশ্রয় কেন্দ্রে ছিলেন।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহায়তায় ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়ায় প্রবেশ করেন। লিবিয়ায় পৌঁছানোর পর, তারা নানা সময়ে অপহরণ ও নিপীড়নের শিকার হয়েছেন বলে জানা গেছে।

এই ভয়ংকর পথ আর যেন কেউ পাড়ি না দেয়—এ বিষয়ে সচেতন হতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাইকে আহ্বান জানিয়েছেন।

লিবিয়া,দেশে ফিরলেন,বাংলাদেশি,পররাষ্ট্র মন্ত্রণালয়,প্রত্যাবাসিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত