অনলাইন সংস্করণ
১৬:৫৪, ১৪ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মূল সন্দেহভাজনরা দেশ ছাড়েনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, হাদির ওপর হামলায় জড়িত সন্দেহভাজনদের পাসপোর্ট ইতোমধ্যে ব্লক করা হয়েছে। ইমিগ্রেশন ডাটাবেজ পর্যালোচনায় দেখা গেছে, তারা কেউই দেশ ত্যাগ করেনি। ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে। তার সর্বশেষ ভ্রমণ রেকর্ড অনুযায়ী সে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন এবং এরপর আর দেশত্যাগের কোনো তথ্য নেই।
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শুধু একজন জুলাই যোদ্ধা হাদিই না, লক্ষ জুলাই যোদ্ধা আছে। তাদের সবার নিরাপত্তা দেয়া সম্ভব না। তবে হাই থ্রেট যাদের আছে, তাদের নিরাপত্তা দেয়া হবে।
হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত এমন দু’জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান নজরুল ইসলাম। তিনি জানান, হাদির পরিবারের সদস্যরা বর্তমানে তার চিকিৎসা সংক্রান্ত ব্যস্ততায় রয়েছেন। পরিবারের পক্ষ থেকে আজ মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।