ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বাজেটে কাঠামোগত পরিবর্তন নেই: খসরু

বাজেটে কাঠামোগত পরিবর্তন নেই: খসরু

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত এবং এতে গুণগত কিংবা কাঠামোগত কোনো পরিবর্তন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২ জুন) বিকেলে বনানীর হোটেল সারিনায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, এই বাজেট রাজস্ব আয়ের সঙ্গে সম্পর্ক নেই। ব্যাংক থেকে সরকার যদি লোন নেয়, তখন প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হয় না। রাজস্ব আয়ের পুরোটাই পরিচালনা ব্যয়ে চলে যাবে। রাজস্ব আয়ের ওপর ভিত্তি করে বাজেট করা উচিত।

বাজেটের মৌলিক দিক নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই বাজেটে মৌলিক জায়গায় দূরত্ব রয়ে গেছে। গুণগত দিক থেকে আমরা কোনো পরিবর্তন দেখি না। কাঠামোগত কিন্তু আগেরটাই রয়ে গেছে।

খসরু,বাজেট,কাঠামোগত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত