ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রচলিত পদ্ধতিতে নির্বাচন নয়, গণভোট প্রয়োজন: চরমোনাই পীর

প্রচলিত পদ্ধতিতে নির্বাচন নয়, গণভোট প্রয়োজন: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না।

শুক্রবার (২২ আগস্ট) শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, দেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণ পিআর চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার পরই জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সতর্ক করে বলেন, জনগণের আস্থা পুনঃস্থাপন এবং নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সরকারকে তার ওয়াদা পূরণ করতে হবে।

চরমোনাই পীর,গণভোট প্রয়োজন,প্রচলিত নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত