ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্রেইন ফাউন্ডেশনের কার্যালয় দখলের চেষ্টা

ব্রেইন ফাউন্ডেশনের কার্যালয় দখলের চেষ্টা

বাংলাদেশ রিসার্চ একাডেমিক ইনস্টিটিউট ফর নিউরোসাইন্স ফাউন্ডেশন ‘ব্রেইন ফাউন্ডেশন’ এর কার্যালয় দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

প্রতিষ্ঠানটির স্বপ্ন বাস্তবায়নের পদযাত্রা যখন এগিয়ে চলছে তখন দিনদুপুরে এ ঘটনা ঘটানো হলো।

রাজধানীর সেগুনবাগিচায় এই সামাজিক সংগঠনের কার্যালয়, যেখানে নিউরোলজিক্যাল অসুখের চিকিৎসা করা হয় বিনামূল্যে।

অভিযোগে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন লোক লাঠিসোটা নিয়ে ব্রেইন ফাউন্ডেশনের কার্যালয়ের ভেতর ঢুকে হামলা চালায়। প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. এইচ এম শফিকুর রহমান ও সংগঠনের সক্রিয় সদস্য মো. হাফিজুল ইসলাম জেমী কার্যালয়ে থাকাকালীন সময়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারে এবং লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আক্রমণকারীরা কার্যালয় ছেড়ে দিতে হুমকি দেয় সংগঠনের সদস্যদের। না হলে সংগঠকদের খুন-জখমসহ নানা হুমকি দেওয়া হয়। এরপর হামলাকারীরা কার্যালয়ের দরজায় তালা মেরে দিয়ে ভয়ভীতিসহ পুনরায় প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ব্রেইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন, নিউরোসার্জন ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মো. রাজিউল হক দেশের সাধারণ মানুষের কল্যাণে অরাজনৈতিক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ব্রেইন ফাউন্ডেশন গড়ে তুলেছেন। তার মেধা, সততা, জনপ্রিয়তা, দক্ষতা ও আগ্রহে অল্প সময়ে ‘ব্রেইন ফাউন্ডেশন’ পরিচিতি লাভ করেছে।

সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এইচ এম শফিকুর রহমান, যিনি দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুর শিশু হাসপাতালের অন্যতম সংগঠক।

দখল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত