ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

অজুহাত কাব্য

রায়হান উল্লাহ
অজুহাত কাব্য

১.

কানে গরম লাগে

তাপ নেই,

কবিতার নাফরমানি।

মনে শরম লাগে

ভাপ নেই,

কবিতার সালতামামি।

২.

কথা ছুড়ে দেই

কাহনের

কথোপ-কথনে।

কথা ফুড়ে নেই

বাহনের

যথোপ-যতনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত