ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রঙহীন ঋতু

আমান উল্যাহ আলভী
রঙহীন ঋতু

জারুলের বর্ণ ছুঁয়ে না মন, তুমি নেই বলে

কৃষ্ণচূড়ার আগুনেও হয় না খুন।

প্রকৃতি যেন রঙ ভুলে বসেছে,

ধূসর অনুপস্থিতি ঢেকে দিতে

কোলাহল সৌন্দর্যের মুখ।

আসুক সন্ধ্যা নামে নিঃশব্দে,

ঘাসফড়িং উড়ে মাঠের ধুলো কোণে

প্রত্যাবর্তনের প্রতীক্ষায়, ব্যথাহীন হীরে জমে।

কাঁটা যেন থেমে থাকে, বাতাসও দম আটকে চায় উষ্ণতার সাড়া।

বুকেও জমে বর্ষার মতো নিবিড়, কালো মেঘের স্তর

বেদনার ভারে থমকে থাকে নিঃশ্বাস।

কাঠগোলাপ ঝরে পড়ে,

নির্বিকার হাত দু’টি আর আগ্রহে বাড়ে না

অবয়বের ছোঁয়ার অভাবে সবই অর্থহীন।

নগরে শুকনো পাতার মড়মড় শব্দ,

প্রতিধ্বনি তোলে মস্তিষ্কে ঝলসে যাওয়া হৃদয়ের

নিভৃতে পোড়ার আর্তনাদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত