এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই উল্লেখ করে চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, অভয় দেওয়ার জন্য এখানে এসেছি। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারও কোনো ভয়ের কারণ নেই। গতকাল সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, ঠিকভাবে কাজ সম্পন্ন করে তাহলে তাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে।
তিনি বলেন, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন তো ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিকল্পিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।
এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, গত ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা। রাজস্ব আদায় হবে না এমন কোনো আতঙ্ক নেই, রাজস্ব বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা স্বাভাবিকভাবেই কাজ করছে। এনবিআরের সব বিষয় চলে সরকারের নির্দেশনায়।