ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

তুমি আর সময়

শ্যামল বণিক অঞ্জন 
তুমি আর সময়

স্রোতধারার মতো প্রবহমান সময়

আপন গতিতে বয়ে চলে নির্দ্বিধায়;

স্বেচ্ছায় পরিস্থিতিতে রঙ বদলায়

এটা কারও কাছে প্রশ্ন কিংবা উত্তর।

তুমিও ঠিক চলছো একই ধারায়

একটুখানি দাঁড়াবার ফুরসত নেই;

যেন রহস্যময় কালের সাক্ষী মানবী

যে ক্ষণে ক্ষণে রুপ বদলায় ভঙ্গিমায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত