ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিডাক্সিন ঘুম

রহমান মুজিব
সিডাক্সিন ঘুম

সিডাক্সিন ঘুম, এবার জাগো

রাত লেপে রেখেছি রক্তহীন জ্যোৎস্নায়

বদ্বীপের এই পরাবাস্তব দোআঁশ ছুঁয়েছে আজ

সবুজ ক্যালিগ্রাফি, ঘামণ্ডজলের প্রশান্ত যে বুকে

জোয়ারের ধ্বনি, তার জলতরঙ্গে ভাসিয়ে দাও

হাবসি রাতের ঘুম, কত ঘুমাবে

সিডাক্সিন ঘুম

কোন স্বপ্নে আজ পথ হারালে, হারানো পথ

খুঁজতে গেলে পেছনে যেতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত