ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আমার কবিতারা

লামিসা সানজানা
আমার কবিতারা

‘আমার কবিতারা শহরে বেড়ায় না

নাই বা গ্রাম গঞ্জের সজীবতায় ভাসে

আমার কবিতারা জানালার আড়াল থেকে

শুধু নীল আকাশ দেখে হাসে।

শালিকের মতো নয়, ঘুঘুর মতো নয়

নয় চড়ুইয়ের মতোন বিবাগী

আমার কবিতারা শব্দণ্ডছন্দে হারা

পুরাতন কাগজের ফিকে প্রজাপতি।

প্রেমিকের আবেগী চিঠিতে নেই

উল্লাসের রীতি নীতিতে নেই

গীতিকথার বিচ্ছিন্ন ব্যাথার

কলমে কলামে লিখিত সেই।

কোনো বইয়ের ভাঁজের মাঝের সাঁঝের

শুকনো গোলাপের আদিবাসী

আমার কবিতারা শুধুই দিশেহারা

কাল্পনিক প্রণয়ের মিথ্যে বাঁশি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত