প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৮ জুন, ২০২৫
রঙিন স্বপ্ন দেখব আজ
রঙের মায়ায় পরে
মায়ার পথ হবেই সুন্দর
চেনা পথের মায়ার টানে,
টানটা হয়তো তোমার ছিল
প্রেরণা হইতো আমার।
দেখার চলে বাসলো মন
রঙিন স্বপ্ন দেখার আশায়
আসার স্রোতে হলো দুপুর
তোমার সেই অপেক্ষায়,
অপেক্ষার সেই মায়াটা
হবে জানি কখন শেষ।
মনটা যে আর মানছে না
রৌদ্রের সেই তাপে
তাপে তাপে গেলই হৃদয় খনন হয়ে
তোমার সেই অপেক্ষায়,
এটাই বুঝি তোমার ছাল
শিখেই গেলাম রঙিন স্বপ্ন অনেক দূর।
মিথ্যে মায়ার জালটা তোমার
অনেক সুন্দর ছিল
সহজ সরল পথের মানুষটাকে
শিক্ষা দিয়েই দিলে,
অভিনয়ের পাক্কা তুমি মানতে হবে
রঙিন স্বপ্নের এই ভুবন মায়ায়।