ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

একগুচ্ছ কদম ফুল

শারমিন নাহার ঝর্ণা
একগুচ্ছ কদম ফুল

নিস্তব্ধ রাতে জোছনার পায়চারি

আহ্লাদে নক্ষত্রগুলো জেগে,

অকস্মাৎ টুকরো টুকরো মেঘের আগমন

আকাশের চোখে বড্ড বিষণ্ণতার শোক,

দু’চোখ ভরা বর্ষার স্রোত।

আড়ালে একগুচ্ছ কদম ফুল

নিয়ে অপেক্ষায় চাঁদ,

হয়তো ঘন বর্ষা শেষে আকাশ বাড়িয়ে

দেবে বিশ্বাসের দু’টি হাত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত